অল্প বয়সে চুল পেকে যাওয়া নিরসনে পরিচর্যা, খাদ্য তালিকা এবং গৃহ চিকিৎসা
ধূসর বা সাদা চুল সহজে লুকিয়ে রাখা যায় না। অনেকে রং ব্যবহার করেন, হেনা ব্যবহার করেন, টুপি পরেন এমনকি স্কার্ফ পরেও তাদের বিলীয়মান চুল আড়াল করার চেষ্টা করেন। এটা বেশ স্পষ্ট দৃশ্যমান যে ভুক্তভোগীরা তাদের ধূসর এবং পাকা চুল নিয়ে বেশ বিব্রত হয়ে থাকেন। এখন পর্যন্ত তাদের যে চুল অবশিষ্ট আছে তা যেন আর সমস্যা কবলিত না হয় তার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে থাকেন। যদিও সাধারণত বয়স বাড়ার ফলে চুল পাকতে দেখা যায়, তারপরও কিছু কিছু ক্ষেত্রে কম বয়সে বিশেষত বয়ঃসন্ধি কালেই অনেকের চুল পাকতে দেখা যায়। এধরণের...
Posted Under : Health Tips
Viewed#: 566
See details.

